ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতাবিরোধীদের পাপমোচনের জন্য ৭১-২৪ মেলানো হচ্ছে: যুবদল সভাপতি

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
স্বাধীনতাবিরোধীদের পাপমোচনের জন্য ৭১-২৪ মেলানো হচ্ছে: যুবদল সভাপতি

সাভার (ঢাকা): জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের পাপমোচনের জন্য এখন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে ২০২৪ সালকে ১৯৭১ এর সঙ্গে মিলাতে চাইছে। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন তারা বুঝতে পারছেছে না, এটা একটা ব্যর্থ অপচেষ্টা।

এটা জনগণ গ্রহণ করবে না।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নোরিঙ্গারটেক এলাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের সহযোগিতায় এ ইফতার বিতরণ করা হয়।

মোনায়েম মুন্না বলেন, পৃথিবীর কোনো দেশে কি দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কিছু আছে? মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের যে ত্যাগ সেই ত্যাগ, সাধারণ মানুষের যে কষ্ট সেগুলো কি আপনি অস্বীকার করতে চান? দ্বিতীয় স্বাধীনতা কী, পৃথিবীর কোনো দেশে স্বাধীনতা কি দুটি পালিত হয়?

তিনি বলেন, ২০২৪ সালের প্রেক্ষাপট হলো ব্যক্তি স্বৈরাচারকে হটানোর আন্দোলন। আর ১৯৭১ এর যুদ্ধ ছিল একটি নতুন দেশের স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ, মানচিত্রের যুদ্ধ ছিল এটা। আপনারা এই ২০২৪ কে কি ১৯৭১ এর সঙ্গে মেলাতে পারেন? আজকে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন, ছাত্র উপদেষ্টারা, ওই সময়তো তাদের জন্মই হয়নি।  

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাজী ওসমান গনিসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা।  

এসময় প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।