ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, সেপ্টেম্বর ১, ২০১৬
বগুড়ায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বগুড়ায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
জেলা কমিটির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মো. শোকরানা, বিএনপি নেতা মীর শাহে আলম, অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, স্বেচ্ছসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।
 
পরে বেলুন উড়িয়ে জেলা বিএনপির সভাপতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
 
এসময় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।