ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে শিবিরের সূরা সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, সেপ্টেম্বর ২, ২০১৬
রংপুরে শিবিরের সূরা সদস্য গ্রেফতার

রংপুর: জেলার গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত শিবিরের সূরা সদস্য মাহমুদ হাসান স্বপনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে চেংমারী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্বপন গঙ্গাচড়া উপজেলা শিবিরের সুরা সদস্য এবং গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জিন্নাত আলী বাংলানিউজকে জানান, শিবির ওই নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সকালে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার স্বপন নাশকতার ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার শিবির নেতা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন নাশকতার মামলায় তার নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।