ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
বগুড়ায় বিএনপির প্রস্তুতি সভা বগুড়ায় বিএনপির প্রস্তুতি সভা চলছে/ছবি: বাংলানিউজ

বগুড়া: ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতে বগুড়ায় জরুরি প্রস্তুতি সভা করেছে বিএনপি। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
 
তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষের দল বিএনপি।

মনে-প্রাণে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। তাই শান্তিপূর্ণভাবে আমরা ৫ জানুয়ারির কর্মসূচি পালন করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই আমরা।
 
কর্মসূচি পালনে কোনো বাধা এলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।  
 
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মো. শোকরানা, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, বিএনপি নেতা আবুল বাশার, ডা. আশরাফুল হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মো. মেহেদী হাসান হিমু, হাসানুজ্জামান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।    
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।