ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ১৮, ২০২০
আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। 

শনিবার (১৮ এপ্রিল) এক শোক বার্তায় প্রয়াত জাহানারা হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, মরহুমা জাহানারা হক সমাজ সেবায় অসামান্য অবদান রেখেছেন। একজন আদর্শ নারীর দৃষ্টান্ত হিসেবে জাহানারা হক প্রতিষ্ঠিত ছিলেন। সমাজ সেবায় তার অবদান অক্ষয় হয়ে থাকবে।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের মৃত্যুতে অনুরূপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।