ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করোনায় না’গঞ্জের সিপিবি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, এপ্রিল ১৯, ২০২০
করোনায় না’গঞ্জের সিপিবি নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৪ নম্বর ওয়ার্ড সম্পাদক ও হকার্স নেতা বিকাশ সাহার মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকাশ সাহা দেওভোগ আখড়া দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১৮ এপ্রিল) কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।