ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরের দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাসুদ খাঁ (৩০), মনির হোসেন (২৬), লিমন খাঁ (১৯), মো. সাগর মোল্লা (২০) ও মহসীন মাতুব্বর (২৮)।
জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাসুদ খাঁর নামে দেশের বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। তার মধ্যে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তার অপর চারজনের মধ্যে মধ্যে লিমন খাঁ ছাড়া অন্য তিনজনের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কামদিয়া গ্রামে ডাকাত মাসুদ খাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ওই পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআরএস