ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
খুলনায় আ.লীগের ঝটিকা মিছিল ছবি: ভিডিও থেকে নেওয়া

খুলনা: খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এতে অংশগ্রহণকারীদের অনেকেরই মুখ মাস্কে ঢাকা ছিল।

 মিছিল করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নেতারা।  

রোববার (২০ এপ্রিল) সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় এ ঝটিকা মিছিল বের হয়। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি শেষ হয়। মিছিলের গতি এত দ্রুত ছিল যে, মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।  

খুলনা জেলা ছাত্রলীগের নেতা পরিচয়ধারী সাইফুল ইসলাম তার নিজ ফেসবুকে মিছিল সংক্রান্ত একটি পোস্ট দেন।

ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দেন। মিছিলে একটি ব্যানার ব্যবহার করা হয়। যার একপাশে শেখ মুজিবুর রহমান এবং অপর পাশে শেখ হাসিনার ছবি দেওয়া রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার নামে ব্যানারটি লেখা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, এমন কোনো বিষয় তার জানা নেই।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল।

দেড় সহস্রাধিক ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে সংঘটিত অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার আগে-পরে অনেক মন্ত্রী-এমপি এবং নেতা-কর্মীও বিদেশে পালিয়েছেন। তবে অনেকে দেশে গা-ঢাকা দেন।

নারী-শিশুসহ নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যার জন্য শেখ হাসিনা ও তার সরকারের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে অনেক মামলা হয়েছে।

এছাড়া জার্মানির নাৎসি পার্টির মতো আওয়ামী লীগের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে আসছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।