ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নাসিরনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
নাসিরনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মো. রুবেল মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২০ এপ্রিল) সকালে ভলাকুট গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন রুবেল মিয়া। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।