ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রাণীনগরে ২৯ হাজার কেজি সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, এপ্রিল ২৫, ২০২৫
রাণীনগরে ২৯ হাজার কেজি সরকারি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর বাজার সংলগ্ন কুতকুতিতলা এলাকায় দুটি গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি আলাদা গোডাউনে অবৈধভাবে মজুতকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল উদ্ধার করা হয়। উদ্ধার চালের বস্তাগুলোতে সরকারি চিহ্ন ও লেবেল পাওয়া গেছে, তবে অভিযানের সময় গোডাউনের মালিকদের কাউকেই পাওয়া যায়নি।

অভিযান শেষে জব্দকৃত চালগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

অভিযানকালে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান ও রাণীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।