ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রাজশাহীতে নানা কর্মসূচিতে মে দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, মে ১, ২০২৫
রাজশাহীতে নানা কর্মসূচিতে মে দিবস পালিত

রাজশাহী: ‘মালিক শ্রমিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি শ্রম দপ্তরসহ অন্যান্য সংগঠন আয়োজন করে মে দিবসের শোভাযাত্রা এবং আলোচনা সভার।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর বর্ণালী মোড় এলাকায় থাকা শ্রম অধিদপ্তরের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা।

শোভাযাত্রাটি মহানগরীর বর্ণালীর মোড় হয়ে তেরোখাদিয়ায় থাকা শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ ছাড়া রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনা সভার আয়োজন করে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এদিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটায়ও আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 'মে' দিবসে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এ ছাড়া মহান মে দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো রাজশাহীতে আজ নানান কর্মসূচি পালন করছেন।

এসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।