ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দুবাইপ্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মো. সুমন মিয়া (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় প্রতারক সুমন মিয়াকে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩ টায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারা চর গ্রামের বাসিন্দা রেজাউল করিম দিলীপের ছেলে সুবজ মিয়া দুবাইপ্রবাসী। তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ও বিকাশে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন আসামি সুমন ও তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১২ মে ৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী ১৫ মে আদালত আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেন ওসি।
এর আগে বাদী প্রতারণার অভিযোগে গত ৪ এপ্রিল ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিকের কাছে একটি লিখিত আবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বাদীর অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রজু করে।
এসএএইচ