২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতার এবারের আসর বসেছে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় আজ অংশগ্রহণকারী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তৃতীয় দিনে মাইনাস ৬৭ কেজি ওজন শ্রেণির খেলায় আর্মির মনিরুল ও আনসারের আনোয়ার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্মির খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রুকুজ্জামান রনি ও বিল্লাল হোসেন।
ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর হোসেন চৌধুরী বলেছেন, ‘একটি ম্যাচ ঘিরে ম্যাটের বাইরে সংঘর্ষ হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। ’
আনসার দলের সাবেক খেলোয়াড় ও আহত রেজাউল করিম মাসুম অভিযোগ করে বলেছেন, ‘মাঠের খেলাকে কেন্দ্র করে শুরুতে কথাকাটাকাটি হয়। পরে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর উস্কানিতে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। এতে আমরা আহত হই। ’
এআর/আরইউ