ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘কার্টুন নেটওয়ার্ক’-এর সঙ্গে তুলনা করে ভারতীয় মিডিয়াকে খোঁচা আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ১০, ২০২৫
‘কার্টুন নেটওয়ার্ক’-এর সঙ্গে তুলনা করে ভারতীয় মিডিয়াকে খোঁচা আফ্রিদির শহীদ আফ্রিদি/সংগৃহীত ছবি

শহীদ আফ্রিদি এমনিতেই পাকিস্তানে তার সোজাসাপ্টা ও জাতীয়তাবাদী মনোভাবের জন্য পরিচিত। আরও একবার তার সেই মনোভাব প্রকাশ করলেন তিনি।

 

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি।

তিনি ভারতীয় টিভি চ্যানেলগুলোকে ব্যঙ্গ করে “কার্টুন নেটওয়ার্ক” বলে আখ্যায়িত করেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে আফ্রিদি লেখেন, “ভারতীয় মিডিয়াকে দেখলে কার্টুন নেটওয়ার্কের কথা মনে পড়ে। সবসময় চিৎকার, অতিরঞ্জিত ভঙ্গি, আর সত্যের ধারেকাছে নেই। ”

আফ্রিদির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

আফ্রিদির এই ব্যঙ্গাত্মক পোস্ট শুধু হাস্যরস নয়, বরং পাকিস্তানে ক্রমবর্ধমান এক অসন্তোষ ও ক্ষোভের প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে, যা ভারতীয় সংবাদমাধ্যমের “উসকানিমূলক ও নাটকীয় প্রচার কৌশল” নিয়ে গড়ে উঠেছে।

পাকিস্তানের অনেক নাগরিক আফ্রিদির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

পাকিস্তানের অনেকেই মনে করছেন, যুদ্ধাবস্থার মতো স্পর্শকাতর পরিস্থিতিতে ভারতীয় চ্যানেলগুলোর জাতীয়তাবাদী সুরে গর্জে ওঠা বরং শান্তি প্রতিষ্ঠার বদলে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।