ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

অবসরের চিন্তা করছেন না রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, অক্টোবর ১১, ২০১৬
অবসরের চিন্তা করছেন না রুনি ওয়েন রুনি-ছবি:সংগৃহীত

ঢাকা: সময়টা খুবই খারাপ যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ওয়েন রুনির। দলের মূল স্ট্রাইকার হয়েও পাচ্ছেন না গোল।

এমনকি দলের একাদশেও খেলার সুযোগ হারাচ্ছেন। তবে এতো কিছু তোয়াক্কা না করে অবসরের ইঙ্গিত উড়িয়ে দিলেন রুনি নিজেই।

আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে লড়বে ইংলিশরা। তবে এ ম্যাচে দলের অন্তবর্তীকালীন কোচ গ্রেথ সাউথগেট রুনিকে মূল একাদশে না রাখার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্ত কোচ নিয়েছেন মাল্টার বিপক্ষে আগের ম্যাচকে ঘিরে। যেখানে ইংল্যান্ড ২-০ গোলে জিতলেও দুয়োধ্বনি শুনতে হয়েছিল রুনিকে।

এত কিছুর পরও ইংলিশদের সর্বকালের সেরা এ গোলদাতা মনে করেন দলকে দেওয়ার মতো তার মাঝে এখনও অনেক কিছু আছে। ‘আমি মনে করি আমি আবারও ফিরতে পারবো। আমার এখন ৩০ বছর বয়স। আমার বয়স ৩৫ বা ৩৬ হয়নি, যেখানে ফুটবলাররা অবসরের চিন্তা করে। ’

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।