ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

রাঙামাটিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ১৮, ২০১৬
রাঙামাটিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙামাটি: রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে চিংহ্লামং মারী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সেখানে আরও উপস্থিত ছিলেন- জেলা সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা ১০টি বালক দল এবং ১০ বালিকা দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় জুরাইছড়ি ও বরকল উপজেলার বালিকা দল এবং বালক দল অংশ নেয়।

আগামী ২২ অক্টোবর এ টুর্নামেন্ট শেষ হওয়ার কথা রয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।