ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলে হামলার পর দেশ দুটি তেহরানের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল।

খবর বিবিসির।  

বৃহস্পতিবার বিবিসি জানায়, ড্রোনের ইঞ্জিন তৈরির সঙ্গে জড়িত ১৬ ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন।  

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে জড়িত কয়েকজনসহ সাত ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইরানের ওপর দেশ দুটির কয়েকশ নিষেধাজ্ঞা রয়েছে।  

গত শনিবার ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন। মিত্রদের নিয়ে প্রায় সবগুলোই ভূপাতিত করে ইসরায়েল।

তেহরানের হামলা ছিল ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার জবাব। ওই হামলায় ১৩ জনের প্রাণ যায়।  

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।