যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ও প্রেসিডেন্ট পুতিন সরাসরি সাক্ষাৎ না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়।
মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
জবাবে ট্রাম্প জানান, সরাসরি পুতিনের সঙ্গে তার বৈঠকের আগ পর্যন্ত শান্তি আলোচনায় ফল আসবে বলে তিনি মনে করেন না।
ট্রাম্প বলেন, পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে? তিনি আসলে যেতে চেয়েছিলেন, কারণ ভেবেছিলেন হয়তো আমিও যাচ্ছি। আমি না গেলে সে যাবে না— এটাই বাস্তবতা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার বিশ্বাস, আমি আর পুতিন না বসা পর্যন্ত কিছুই হবে না। তবে অবশ্যই একটা সমাধানে পৌঁছাতে হবে, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে।
শান্তি আলোচনায় তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন যে আলোচনায় যাবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিল ক্রেমলিন। এ নিয়ে অবশ্য ক্ষুব্ধ জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া লোক দেখানো প্রতিনিধি পাঠিয়েছে।
আরএইচ