ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হিউস্টনে সঙ্গীত উৎসবের ভিড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, নভেম্বর ৬, ২০২১
হিউস্টনে সঙ্গীত উৎসবের ভিড়ে নিহত ৮ ছবি: বিবিসি

টেক্সাসের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক উৎসবের উদ্বোধনী রাতে প্রচন্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে অন্তত আটজন মারা গেছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হিউস্টনের দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা।

তিনি জানান,  ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এর দিকে। মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড় হয়। শ্বাস নিতে না পেরে অনেকেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। ভিড় মঞ্চের সামনের দিকে সংকুচিত হতে শুরু করলে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মাঝে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। মেডিক্যাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না।

ঘটনাস্থলে অনেক নিরাপত্তা সদস্য মোতয়েন করা হয়েছে। এ নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।