ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, নভেম্বর ১২, ২০২১
লন্ডনে শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ইসরায়েলের রাষ্ট্রদূত

ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হটোভলি লন্ডনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে তাড়া খেয়ে অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য হয়েছেন। তাকে মানবতাবিরোধী অপরাধী আখ্যায়িত করে তাড়া করলে তিনি দ্রুত পুলিশ পাহারায় অনুষ্ঠান থেকে কেটে পড়েন।

খবর আল-জাজিরার।

মঙ্গলবার (৯ নভেম্বর) লন্ডন স্কুল অব ইকোনোমিকসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গেলে এ ঘটনা ঘটে।  

ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা রাষ্ট্রদূত জিপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। শিক্ষার্থীরা বলেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এ ধরনের সংহতি ইসরায়েলকে এ বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই।  

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধী আখ্যা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে তার পালানোর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দ্রুতগতিতে গাড়িতে উঠছেন। তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।