ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, নভেম্বর ১৩, ২০২১
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন!

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান আরও কমলো। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে নেমে গেছে ১৭৬-এ, অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি।

পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি।  

এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল। খবর পাকিস্তান ট্যুডে'র।

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।  

পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে। সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার (আরইইআর) নেমে গেছে ৯৩ পয়েন্টে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।