ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমারখালী থেকে অপহৃত মাদরাসাছাত্র পাংশায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কুমারখালী থেকে  অপহৃত মাদরাসাছাত্র পাংশায় উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়া থেকে নিখোঁজের চারদিন পর মাদরাসাছাত্র মো. রনিকে (১৫) পুলিশ উদ্ধার করেছে। রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এরপর সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ওই ছাত্রকে স্বজনদের কাছে হস্তান্তর করে কুমারখালী থানা পুলিশ।

রনি কুমারখালী উপজেলার চৌরঙ্গী ইব্রাহিম জোয়ার্দার হিফজুল কোরআন নূরানি মাদরাসার ছাত্র ও খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রামের কৃষক মো. তুফান প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রনি শ্যাম্পু কিনতে চৌরঙ্গী বাজারে গেলে একটি সঙ্গবদ্ধ চক্র তাকে কৌশলে অপহরণ করে। ঘটনার পর দিন বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে  রোববার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রনিকে ক্রিকেট খেলার কথা বলে একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে অজ্ঞান করে কৌশলে অপহরণ করে। সোমবার দুপুরে বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাবা তুফান প্রামাণিক জানান, মাদরাসায় হেফজ পড়ছে রনি। গত বুধবার শ্যাম্পু কিনতে গিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন তিনি থানায় একটি জিডি করেন। পরে রোববার একটি মুঠো ফোন নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে টাকা দাবি করেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে তার ছেলেকে উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, একটি চক্র সিঙ্গারা খেতে দিয়ে অজ্ঞান করে কৌশলে পাংশার মাছপাড়া নিয়ে গিয়েছিল বলে ওই ছাত্র স্বীকারোক্তি দিয়েছে। চক্রটি তার বাবাকে ফোন করে টাকা দাবি করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ছাত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপহরণকারী চক্রের কাউকে এখনো আটক করা যায়নি। ওই চক্রকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।