ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
কালীগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৯ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম (৪৫) ও ছেলে আশিকুল ইসলাম (২৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মাদক বিক্রি হচ্ছে -এমন গোপন খবরের পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শাহাবুল ও আশিকুলকে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।