ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএসইর পরিদর্শন: বন্ধ আছে পাঁচ কোম্পানির উৎপাদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
ডিএসইর পরিদর্শন: বন্ধ আছে পাঁচ কোম্পানির উৎপাদন

ঢাকা: নানা অভিযোগের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি পরিদর্শন করেছেন। পরিদর্শনে পাঁচটি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ পায় প্রতিনিধি দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

পরিদর্শনে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, উসমানিয়া গ্লাস, রিজেন্ট টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ফ্যামিলিটেক্স: চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির কারখানা পরিদর্শন করে ডিএসই প্রতিনিধি দল। কারখানা পরিদর্শনকালে প্রতিনিধি দল দেখে কোম্পানিটির কারখানার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ আছে। এরপর গত ৯ অক্টোবর ফ্যামিলিটেক্স লিমিটেডের হেড অফিস হাউস # ১২৭ (৪ তলা), রোড # ১০, ব্লক # সি, নিকেতন গুলশান-১ এর অফিসটি পরিদর্শনে দেখা যায় এটি অন্য কোম্পানি ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ ব্যবহার করছে।

উসমানিয়া গ্লাস: ডিএসইর পরিদর্শক দল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির বর্তমান কার্যক্রম দেখার জন্য গত ২৬ সেপ্টেম্বর কারখানা পরিদর্শনে যায়। ডিএসই পরিদর্শন দল কোম্পানিটির কার্যক্রম বন্ধ দেখতে পেয়েছে।

রিজেন্ট টেক্সটাইল: ডিএসইর প্রতিনিধি দল কোম্পানিটির বর্তমান কার্যক্রম জানতে গত ২৬ সেপ্টেম্বর কারখানা পরিদর্শন করে। কারখানা পরিদর্শনকালে ডিএসইর প্রতিনিধি দল দেখে কোম্পানিটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে।

দুলামিয়া কটন: দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বর্তমান পরিস্থিতি জানার জন্য গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর পরিদর্শক দল কারখানা পরিদর্শনে যায়। কারখানা পুরোপুরি বন্ধ এবং সিল করা থাকায় পরিদর্শক দল ভেতরে প্রবেশ করতে পারেনি।

নর্দান জুট: গত ৫ সেপ্টেম্বর নর্দান জুট ম্যানুফ্যাকচারিং পরিদর্শন করেছিল ডিএসই। ওই সময়ে কোম্পানিটির কারখানার প্রাঙ্গণ বন্ধ ছিল। ফলে কারখানার ভেতরে প্রবেশ করতে পারেনি ডিএসই। এছাড়া নর্দান জুটের প্রধান কার্যালয় তদন্ত করতে গিয়েছিল ডিএসই। কিন্তু কোম্পানিটির প্রধান কার্যালয় অন্য নামের একটি কোম্পানি ব্যবহার করছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।