ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারে, মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারে, মামলা 

কক্সবাজার: কক্সবাজার-ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সিংহভাগ টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি করেন।  

মামলায় বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে কক্সবাজারের ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হচ্ছে একটি সিন্ডিকেট এসব টিকিট বাগিয়ে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন; যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৯০ (১) (সি) ধারায় আমলে নেওয়ায় ম্যাজিস্ট্রেট হিসেবে শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার নজরে আসে। এটি ১৯৭৪ এর ২৫ ধারায় অপরাধ সংঘটিত হচ্ছে মর্মে সন্দেহ তৈরি হওয়ায় তদন্ত জরুরি।

কক্সবাজারে অবস্থিত আইকনিক রেলস্টেশনে ট্রেনের টিকিট কোথায় যাচ্ছে কোনো সিন্ডিকেটের কবলে কালোবাজারি হচ্ছে কিনা এ ঘটনায় কারা জড়িত এসব তদন্ত করতে র‌্যাবকে (১৫) দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনটি আদালতে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে স্বপ্নের ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তবে বাণিজ্যিকভাবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে একটি ট্রেন
 চলাচল শুরু হয় ১ ডিসেম্বর থেকে।  

কিন্তু ট্রেন চালুর পর থেকে সাধারণ মানুষের অভিযোগ,টিকিট কালোবাজারে চলে যাওয়ায় স্বাভাবিক পন্থায় টিকেট মিলছে না। সিংহভাগ রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের দখলে চলে গেছে। আর অতিরিক্ত ১৫০ থেকে ২০০ টাকা দেওয়া হলেই মিলছে টিকিট। স্বাভাবিক পন্থায় টিকিট পাওয়া যাচ্ছে না।

সোমবার (১৮ ডিসেম্বর) র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আদালতের আদেশটি এখনও হাতে পৌঁছেনি। পৌঁছার পর যথাযথভাবে তদন্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।