ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
সিদ্ধিরগঞ্জে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ  এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

শুক্রবার (১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দসহ মাদক কারবারি সুমন মিয়া ওরফে অনিককে (২৭) আটক করা হয়। অনিক রূপগঞ্জের গোলাকান্দাইলের মকবুল হোসেনের ছেলে।

আটকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।