ঢাকা: পবিত্র ঈদুল ফিতর ঘিরে টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত ও ভিজিলেন্স টিমের মাধ্যমে স্টেশনগুলোতে এরইমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে।
এসব অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঠাকুরগাঁও রেল স্টেশনে এক ব্যক্তিকে বিভিন্ন তারিখের ঢাকা-পঞ্চগড় ও ঢাকা-পার্বতীপুর রুটে চলাচল করা ট্রেনের সর্বমোট ১০৮টি টিকিটসহ আটক করে।
ওই ব্যক্তির কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৪টি সিম কার্ড জব্দ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এসব টিকিট তিনি অসৎ উপায়ে ব্যবহারের জন্য এবং টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে যোগসাজশ করে কেটেছেন।
২১ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকেট কালোবাজারি মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছে আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিট পাওয়া যায়। তার নামে একটি মামলা হয়েছে।
রাকিবের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে অর্থাৎ ১৮০ টাকার টিকেট ৪৫০ থেকে ৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে তিনি বিক্রি করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট পাঁচটি ডিভাইসে রেলওয়ের অ্যাপ চালু করে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন গ্রেপ্তার রাকিব।
কিশোরগঞ্জ ট্রেন টিকিট বাই, সেল অ্যান্ড এক্সচেঞ্জ নামে একটি পেজে তিনি টিকিট বিক্রি করতেন। আগ্রহীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দিতেন।
অন্যদিকে টিকেটবিহীন দুই যাত্রীকে ট্রেনে ওঠানোর অভিযোগে রাজশাহী ক্যারেজ ডিপোর ক্যারেজ পরিচর্যক মো. আশরাফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট আশরাফুল গত ২৭ মার্চ ট্রেনে দুই যাত্রী তুলে এক হাজার টাকা নেন। পরে বিষয়টির প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া আরও কয়েকটি স্থানে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টিকিট কালোবাজারি এবং সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসকে/আরএইচ