ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জানুয়ারি ৮, ২০২১
গাজীপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নলগাঁও এলাকা থেকে সোহেল রানা শিমুল (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সোহেল রানা শিমুল উপজেলার নলগাঁও এলাকার রফিকুল ভূঁইয়ার ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ জানান, শ্রীপুর উপজেলার নলগাঁও এলাকায় বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় সোহেল রানা শিমুলের মরদেহ পড়েছিল। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বিষপান করে সোহেল রানা শিমুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোহেল রানা শিমুল গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।