বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলার স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল বাংলানিউজকে জানান, সকালে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বাসের চাপায় নিহত ওই ব্যক্তির মুখ বিকৃত হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেননি। এছাড়া ওই ব্যক্তির পরনে সাদা চেক শার্ট, কফি রঙয়ের প্যান্ট এবং পায়ে কেডস ছিল।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই শরিফুল।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
কেইউএ/আরআইএস