ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

বন্ধ হয়নি দাঁড়িয়ে যাত্রী পরিবহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
বন্ধ হয়নি দাঁড়িয়ে যাত্রী পরিবহন দাঁড়িয়ে যাত্রীবহন বন্ধ হয়নি/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: করোনা ভাইরাস মহামারি ঠেকাতে যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছে সরকার। ফলে বাড়ানো হয়েছে ৬০ শতাংশ ভাড়া।

বেশি ভাড়া নেওয়া হলেও বাসে দাঁড়িয়ে যাত্রীবহন বন্ধ হয়নি।

বুধবার (৩১ মার্চ) সকাল থেকেই অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে গণপরিবহন। তবে কোনো কোনো বাসে সিটে একজন করে যাত্রী বসানো হলেও ভেতরে দাঁড়িয়ে যাত্রীবহন করতে দেখা গেছে।

রামপুরা থেকে শাহবাগ রুটে যাত্রী পরিবহন করে তরঙ্গপ্লাস। এ বাসে দেখা যায়, বাসের অর্ধেক সিটে যাত্রীরা বসে আছেন। কোনো কোনো সিটে বসে আছেন দুইজন করে। ভেতরে দাঁড়িয়েও যাত্রী নিতে দেখা গেছে।

এই বিষয়ে কথা হয় তরঙ্গপ্লাসের ওই বাসের হেলপার ফারুকের সঙ্গে।

তিনি জানান, বেশি ভাড়া নিয়ে প্রতিসিটে আমরা একজন যাত্রী বসাচ্ছি। মাঝে মাঝে কোনো স্থানে যাত্রী নামানোর সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা জোর করে উঠে যায়। তাদের নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। তখন সেসব যাত্রীকে নামানোর চেষ্টা করলেও তারা নামেন না, বাসের ভেতরেই দাঁড়িয়েই থাকেন।

ফারুক আরও জানান, একই পরিবারের দুইজন বাসে আলাদা বসতে চায় না। এত বোঝানোর পরও তারা একসঙ্গে বসে।

তরঙ্গপ্লাস শুধু নয় গুলিস্তানগামী কিছু বাসের ভেতরেও যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এছাড়া গাড়িতে উঠতে না পেরে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রামপুরা থেকে সদরঘাট যাবেন মরিয়ম বেগম। ছেলে সাগরকে নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পরও তিনি কোনো বাসে উঠতে পারেননি।

মরিয়মের মতো আরও অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে জায়গা না পেয়ে বিকল্প খুঁজে নিচ্ছেন। আর যে বাসগুলো দাঁড়াচ্ছে তাতে উঠার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। যা সামলানো বাসের হেলপারদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশ দেয় সরকার। এ কারণে ভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ। যা বুধবার (৩১ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।