ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
সোনাগাজীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় ১০৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চরচান্দিয়ার নবী উল্লাহ বাজারে এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।



অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা ভূমি কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. জাকির হোসেন।

অবৈধ দখল উচ্ছেদের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় নদীর বেড়িবাঁধের উপর অবৈধ স্থাপনাগুলো করেছে। এগুলো সরানোর জন্য ভবন মালিকদের নোটিশ দেওয়া হয় তার সেই নোটিশের সময়ের মধ্যে না সরিয়ে নেওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরন্নবী বলেন, জেলার ৬৬টি খাল ও নদী অবৈধ দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড এ উদ্যোগ নেই। নবী উল্লাহ বাজারের এসব অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছিলো, তারা নোটিশের তোয়াক্কা না করায় প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখর গুড়িয়ে দেওয়া হলো।

অপরদিকে ভবনগুলোর মালিকরা জানিয়েছেন ১ এপ্রিল থেকে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে ৩১ মার্চে হঠাৎ অভিযান পরিচালনা করায় তারা মালামাল সরাতে পারেনি। ফলে তারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।