ঢাকা: বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২১ এর শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলাকে ৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ম্যাচে নারায়ণগঞ্জ ৩২ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের রানারআপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা একটি সুশৃংখল বাহিনীর সদস্য। খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই-ভাই। আমরা এক ভাই আরেক ভাই বিপদে পাশে দাঁড়াবো, খেলায় আরেক ভাইকে আমরা উৎসাহ দেবেন। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও পরস্পরের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয় সেটির কোন তুলনা নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এমএমআই/এএটি