ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে কৃষকদের থেকে ধান সংগ্রহের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ডিসেম্বর ৯, ২০২১
সোনাগাজীতে কৃষকদের থেকে ধান সংগ্রহের উদ্বোধন

ফেনী: সোনাগাজী উপজেলায় সরাসরি কৃষকদের থেকে সরকার নির্ধারিত দামে আনুষ্ঠানিকভাবে আমন ধান সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সোনাগাজী উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা খাদ্য কর্মকর্তা শফি উদ্দিন আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলা খাদ্য গুদামে ১ হাজার ৫০ টন আমন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক ২৭ টাকা কেজি ধরে সর্বোচ্চ ৩টন ধান বিক্রি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।