ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ২১, ২০২৩
প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকে শোকজ মো. ওয়ারেচ আলী খান

ঝালকাঠি: দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. ওয়ারেচ আলী খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।  

মঙ্গলবার (২০ জুন) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী তাকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বিএনপি নেতা মো. ওয়ারেচ আলী খান বলেন, ‘দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি এর জবাব দেবো। তারা যদি সন্তুষ্ট হয়ে অনুমতি দেয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ নেবো।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ জুন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  ফারুক হোসেন খান, বিএনপি নেতা ওয়ারেচ আলী খান (স্বতন্ত্র) এবং পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য প‍্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান শাহিন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন ও ভোটগ্রহণ ১৭ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।