ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জুন ২৩, ২০২৩
না.গঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা সভা

নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলও আনন্দ র‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।  

শুক্রবার (২৩ জুন) শহরের দুই নম্বর রেলগেটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল ও সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খবীর উদ্দিন, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।