বগুড়া: বগুড়ায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের মধ্যে সেমাই, চাল, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসান। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের পক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বাদশা বলেন, বিএনপি এই দেশের আপামর জনসাধারণের দল। বিএনপির প্রতিষ্ঠাতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সেই সাধারণ মানুষের ভালোবাসাকে সঙ্গী করেই রাজনীতি করে যাচ্ছেন।
তিনি বলেন, সুদূর লন্ডনে বসেও মাহে রমজানের প্রতিটি দিন তারেক রহমান সাধারণ মানুষের ইফতারের ব্যবস্থা করাসহ দলের নেতাকর্মীসহ আপামর জনসাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঈদ উপহার দিচ্ছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতেও তিনি সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবি সালাম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এ ছাড়া বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, আলী রেজা রুনু, যুগ্ম সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
আরএইচ