ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছসেবক দলের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, আগস্ট ২৫, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছসেবক দলের মিছিল-সমাবেশ ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্র্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি দলীয় কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এছাড়া সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর, শহরের সভাপতি মাহবুব হাসান লেমন, আবু সাঈদ সন্তোষ, সাইমম ইসলাম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক, জহুরুল ইসলাম পলাশ, আতিকুর রহমান আতিক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগষ্ট ২৫, ২০১৬
এমবিএইচ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।