ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে বেদি ভাঙচুরের প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, আগস্ট ২৬, ২০১৬
ঢাবিতে বেদি ভাঙচুরের প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফুলবাড়ী আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ বেদি ভাঙার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ফেডারেশন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।



শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বিশেষ স্বার্থান্বেষী মহল এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করছি। ক্যাম্পাসে যে নিরাপত্তা নেই এ  ঘটনা তারই প্রমাণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে একটি বেদি নিমার্ণ করে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তাদের ধারণা রাত ২টার পরে শহীদ বেদিটি ভাঙা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।