ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নড়াইলে জামায়াত-শিবিরে ৩ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, সেপ্টেম্বর ১, ২০১৬
নড়াইলে জামায়াত-শিবিরে ৩ নেতা আটক

নড়াইল: নড়াইলে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও বিভিন্ন প্রকার জিহাদি বই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতারা হলেন, নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ইজাজুল হক (৩৮), কাগজি পাড়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মুজিবুর রহমান (৫৮) ও হবখালি ইউনিয়নের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন (২৬)।

পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।