ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিপিবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৮ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, নভেম্বর ১৯, ২০১৮
সিপিবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৮ প্রার্থী

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 

গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়েছিল মনোনয়নপত্র বিক্রি। শেষদিন ১৮ নভেম্বর (রোববার) ১৬টি মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে কার্যক্রম শেষ হয়েছে।


 
নির্বাচনের অংশগ্রহণের জন্য তৃণমূল থেকে সুপারিশ করা ব্যক্তিদের এসব মনোনয়নপত্র দেওয়া হয়েছে বলে রোববার (১৮ নভেম্বর) সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে সিপিবির মনোনয়ন বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।