ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নির্বাচন এদেশের জনগণ ও রাজনৈতিক দলের ব্যাপার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, নভেম্বর ১৯, ২০১৮
নির্বাচন এদেশের জনগণ ও রাজনৈতিক দলের ব্যাপার বৈঠক থেকে বেরিয়ে কথা বলছেন হাইকমিশনার শ্রিংলা/ছবি: বাদল

ঢাকা: নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। এদেশের নির্বাচন এখানকার জনগণ ও রাজনৈতিক দলের ব্যাপার। আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।  

বি চৌধুরী দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন বলেও জানান তিনি।

 

যুক্তফ্রন্টের চেয়ারম্যানের বারিধারার বাসভবন মায়া-বি’তে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে বি চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী ছিলেন।

অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।